Wednesday, July 3, 2024

প্রভু কৃপা হি কেবলম্

৩রা জুলাই, ২০২৪

এইবারে বাড়ি আসার পর, দিলীপ মহারাজের (অধ্যক্ষ মহারাজ, মেদিনীপুর রামকৃষ্ণ মিশন, স্বামী প্রার্থণানন্দ) সঙ্গে ফোনে বার্তালাপের সময় উনি বাবা মাকে নিয়ে মেদিনীপুর মিশনে গিয়ে প্রসাদ পেতে বলেন। গতকাল রাত্রে ঠিক হল আজ মা'কে মেদিনীপুর রামকৃষ্ণ মিশন নিয়ে যাব আর প্রসাদ পাব। যেহেতু গাড়ি নিয়ে যাব, তাই মিতা (ভট্টাচার্য্য, আই আই টি ক্যাম্পাসে আমাদের প্রাক্তন প্রতিবেশী) কাকিমা আর শান্তি (শান্তিনাথ ঘোষ, আই আই টি খড়গপুর এর প্রাক্তন কর্মচারী এবং রামকৃষ্ণ ভাবন্দোলনের একনিষ্ঠ ভক্ত) কাকু'কে রাতেই ফোন করে আহ্বান জানাই... অশৌচ থাকার দরুণ শন্তিকাকু না যাওয়ায়, রঞ্জন (রঞ্জন শীল, প্রাক্তন রেল কর্মচারী, আমাদের বর্তমান প্রতিবেশী এবং অখণ্ডমণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দের একনিষ্ঠ ভক্ত) 'দা সকালে যুক্ত হলেন। সুহৃদের অরুণ ও বলরাম 'কে মিশনে দুপুরে প্রসাদ পাওয়ার জন্যেও আহ্বান জানালাম। উদ্দেশ্য ছেলেদের অধ্যক্ষ মহারাজের (দিলীপ মহারাজ, স্বামী প্রার্থণানন্দ) সঙ্গে একটু পরিচিত করা। ... মন্দিরে প্রাথমিক প্রণাম সেরে, দীক্ষা দিতে আসা ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী দিব্যানন্দ মহারাজের প্রণাম সারা হল। মহারাজ বর্তমানে কাশীপুর উদ্যান বাটিতে অধ্যক্ষ হিসেবে রয়েছেন। প্রণাম সারা হলে, আবার মন্দিরে বসে যখন প্রণাম করছি, দিলীপ মহারাজ আমায় তাঁর অফিসে ডেকে নিলেন। মহারাজ আমায় স্নেহ করেন --- তাই মাকে একটা প্রসাদি কাপড় পরার জন্য দিলেন। এর আগেও (বছর দশেক আগে হবে) মা একটা প্রসাদি কাপড় পেয়েছিলেন তবে এক আত্মীয় মারফত। আমার খুব ইচ্ছে ছিল, আমার মাধ্যম দিয়েও মা, সারদা মায়ের প্রসাদি কাপড় পা'ন। মিশনে যাতায়াতের ফলে, পরিচিত মহারাজদের বললেই হয়তো পাওয়া যেত, কিন্তু কারুর কাছে কিছু চাইতে বরাবরই সংকোচ বোধ হয়েছে। তাই মনের মধ্যেই এই বাসনা রয়ে যায় এবং মনের কোণে সুপ্ত প্রার্থণা রয়ে যায় যে এই ক্ষুদ্র বাসনা কোনোভাবে পূর্ণ হয়। আজ যখন মহারাজ, মিশনের একনিষ্ঠ এক কর্মচারীকে ডেকে বললেন, তিনি আমার মা'কে প্রসাদি কাপড় দিতে চান, তখন স্থিরনেত্রে তাকিয়ে রয়েছি। আর মহারাজ যখন নিজের হাতে সারদা মায়ের প্রসাদী কাপড় মা'কে দিয়ে বললেন, "বিশেষ বিশেষ দিনে এই কাপড়টি পরবেন।", আমি তখন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলছি আর মনে মনে বলছি, যাক একটি বাসনা পূর্ণ হল। ঠাকুরকেও অন্তরের কৃতজ্ঞতা নিবেদন করলাম --- তিনি যে এই কৃপা করেছেন, তাঁকে অজস্র ধন্যবাদ। মনের মধ্যে আরো প্রার্থণা, তিনি যখন কৃপা করেছেন, তিনি যেন আমাকে দিয়ে তাঁর কাজ করিয়ে নেন -- যাতে একটা দাগ রেখে দেওয়া যায়। 

জয় ঠাকুর!!

আজ মেদিনীপুর মঠে ঠাকুরের অবস্থান 🙏🏼

No comments:

Post a Comment